বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব আলোচনা কর।
প্রিয় পাঠক আপনারা কি বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব সম্পর্কে জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলে বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।
সাধারণভাবে বলতে গেলে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলাস্তর থেকে মাটি খনন করে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে। খনিজ সম্পদ একটি অজৈব পদার্থ। বাংলাদেশে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার খনিজ সম্পদ মজুদ রয়েছে। আর বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম।
ভূমিকা
ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলা স্তরের মাটি খনন করে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে। খনিজ সম্পদ প্রাকৃতিক বা অজৈব পদার্থ উত্তোলন ও ব্যবহার ছাড়া এ সম্পদ সৃষ্টিতে মানুষের কোন হাত নেই। এ সম্পদ বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম।
প্রকৃতির স্বাভাবিক নিয়মে ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিলা স্তরের মধ্যে বিভিন্ন প্রকার শিলার উপাদান যুগ যুগ ধরে রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে যেসব যৌগিক পদার্থ সৃষ্টি করে তাদের খনিজ পদার্থ বা খনিজ সম্পদ বলে। যেমন: সোনা, রুপা, তামা, কয়লা, লোহা, খনিজ তেল, গ্যাস ইত্যাদি। বাংলাদেশে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। আর এসব খনিজ সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছে।
বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব
বাংলাদেশে প্রাপ্ত খনিজ সম্পদগুলো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নিম্নে বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব আলোচনা করা হলো:
১/শিল্পোন্নয়ন
বাংলাদেশের প্রাপ্ত বিভিন্ন প্রকার খনির সম্পদ শিল্পের কাঁচামাল ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।এতে দেশের শিল্পোন্নয়ন ত্বরান্বিত হয়। যেমন-প্রাকৃতিক গ্যাস শুধুমাত্র শিল্পের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না, রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।আবার স্যার ও তাপবিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার সর্বাধিক।
তদুপরি বিভিন্ন প্রকার খনিজ সম্পদের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট-বড় অনেক কলকারখানা গড়ে উঠেছে। এগুলোর মধ্যে সাবান, রং ইত্যাদি শিল্পের কাঁচামাল হিসেবে সিলিকা বালু ও চুনাপাথর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুতরাং বাংলাদেশের শিল্পোন্নয়নে খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
২/গৃহস্থালির জ্বালানি
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস কেবল শিল্পের জ্বালানি ও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না,গৃহস্থালির জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। হলে গৃহস্থালির জ্বালানির জন্য কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে কয়লা ও কেরোসিন আমদানি প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে।
৩/কৃষি উন্নয়ন
কৃষি প্রধান বাংলাদেশের কৃষি উন্নয়নে প্রাপ্ত খনিজ সম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ খনিজ সম্পদ থেকে তৈরি সার ও কীটনাশক দেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। এছাড়া বিভিন্ন প্রকার কৃষি উপকরণ তৈরিতেও খনিজ সম্পদ ব্যবহৃত হচ্ছে যা পরোক্ষভাবে দেশের শিল্পোন্নয়নে ও খাদ্যশস্যের উৎপাদনে সাহায্য করে।
৪/কর্মসংস্থান সৃষ্টি
বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। কেননা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকার খনিজ সম্পদ অনুসন্ধান, আবিষ্কার, উত্তোলন, বন্টন এবং ব্যবহারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োজিত রয়েছে। ফলে দেশের বেকার সমস্যার সমাধানে খনিজ সম্পদ বিরাট ভূমিকা পালন করছে। এছাড়া খনিজ সম্পদের উপর নির্ভর করে গড়ে উঠা বিভিন্ন প্রকাশ শিল্পে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে।
৫/পরিবহন ব্যবস্থার উন্নয়ন
দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে খনিজ সম্পদের ভূমিকা অত্যন্ত বেশি। যেমন বাংলাদেশের প্রাপ্ত নুড়ি পাথর ও কঠিন শিলা রেললাইন,পুল, কালভার্ট ইত্যাদি নির্মাণ ও মেরামতে ব্যবহৃত হয়ে থাকে। আবার নানা রকম যানবাহন তৈরিতেও বিভিন্ন প্রকার খনিজ সম্পদ ব্যবহৃত হয়।
৬/নির্মাণ শিল্পের উন্নয়ন
বাংলাদেশে প্রাপ্ত নুড়ি পাথর,কঠিন শিলা, চুনাপাথর দ্বারা প্রস্তুতকৃত সিমেন্টের সাহায্যে নির্মাণ শিল্প অতিদ্রুত উন্নতি লাভ করছে। কাজেই বলা যায়, খনিজ সম্পদ নির্মাণ শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৭/রাজস্ব আয় বৃদ্ধি
সরকারি রাজস্ব বৃদ্ধিতে খনিজ সম্পদের অবদান রয়েছে। শিল্পের বিভিন্ন কাজে সরকার খনিজ সম্পদের যোগান দিয়ে প্রচুর অর্থ আয় করে থাকে। তাছাড়া তেলক্ষেত্র লিজ প্রদান করে এবং লবণ,কয়লা,খনিজ বালি প্রভৃতি থেকে সরকার প্রচুর রাজস্ব পেয়ে থাকে।
৮/বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস
কোন দেশে খনিজ সম্পদের প্রাচুর্য থাকলে বৈদেশিক মুদ্রা ব্যয় করে খনিজ সম্পদ আমদানির প্রয়োজন পড়ে না। যেমন: বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে থাকায় জ্বালানি সম্পদের আমদানি হ্রাস পেয়েছে এবং এতে দেশের কষ্টার্জিত প্রচুর বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে।
৯/আমদানি ব্যয় হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধি
বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। কেননা দেশের অর্থনৈতিক উন্নয়নে অতি প্রাচীনকাল থেকে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশকে প্রতিবছর কৃষি ও শিল্পজাত দ্রব্য আমদানির পিছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে করে আমদানি ব্যয় হ্রাস পাবে এবং রপ্তানি আয় বৃদ্ধি পাবে।
১০/জীবনযাত্রার মানোন্নয়ন
জীবনযাত্রার মানোন্নয়ন খনিজ সম্পদের উপর নির্ভরশীল। পৃথিবীর যেসব দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ সে সব দেশের জনগণের জীবনযাত্রার মান খুবই উন্নত। যেমন: মধ্যপ্রাচ্য খনিজ তেলের সমৃদ্ধ হওয়ায় সেখানকার মানুষের জীবনযাত্রা খুবই উন্নত।
১১/বিদ্যুৎ উৎপাদন
বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে একদিকে যেমন সস্তায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, অন্যদিকে তেমনি শক্তি সম্পদ আমদানি হ্রাসের ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
১২/গবেষণাগারে ব্যবহার
প্রাকৃতিক গ্যাস গবেষণার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সহজ ও সুবিধাজনক।
১৩/অর্থনৈতিক উন্নয়ন
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। এদেশে প্রাপ্ত বিভিন্ন খনিজ সম্পদ কাজে লাগিয়ে এদেশে কৃষি, শিল্প ও বাণিজ্যর উন্নতি সাধন করতে পারলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ফলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
১৪/যান্ত্রিক সভ্যতার প্রতীক
আধুনিক যান্ত্রিক সভ্যতার মূলে রয়েছে খনিজ সম্পদের সফল প্রয়োগ। অস্ত্রশস্ত্র, কলকব্জা, রেলগাড়ি, মোটরগাড়ি প্রভৃতি যান্ত্রিক সভ্যতার প্রতীক। খনিজ সম্পদ ছাড়া এসব জিনিস প্রস্তুত করা সম্পূর্ণ অসম্ভব।
শেষ কথা
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।খনিজ সম্পদ হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। বিশ্বের উন্নত দেশসমূহের ন্যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তথা উন্নয়নমূলক কর্মকান্ডে খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া খনিজ সম্পদের উপর দেশের অগ্রগতি ও সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। আজকের আর্টিকেলে বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব সম্পর্কে সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।