অতিরিক্ত সাদা স্রাবের কারণ-অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায়
প্রিয় পাঠক আপনারা কি জানেন অতিরিক্ত সাদা স্রাবের কারণ কি এবং অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় কি হতে পারে। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। কারণ আজকের আর্টিকেলে অতিরিক্ত সাদা স্রাবের কারণ-অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় কি সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।
যেসব নারীরা সাদা স্রাবের সমস্যায় ভুগছেন তাদের জন্যই বলছি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন তাহলে আপনারা অতিরিক্ত সাদা স্রাবের কারণ-অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ভূমিকা
লিউকোরিয়া বা সাদাস্রাব হল ভাজাইনাল বা যৌনাঙ্গ থেকে বের হওয়া সাদা বা হলদে রং এর স্রাব।সাদা স্রাব আপনার শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান। এই সাদা স্রাব নারীর প্রজনন অঙ্গের পরিষ্কার থাকার জন্য একটি দারুণ উপায়। তবে একটি বিষয় লক্ষ করতে হবে।
আরো পড়ুন: ব্রেইন টিউমার থেকে বাঁচতে করণীয় কি
যোনিতে যদি সাদা স্রাব এর স্বাভাবিক ঘনত্ব,রং এবং গন্ধ পরিবর্তন হলে তখন আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। আর এই সাদা স্রাব যদি তীব্র গন্ধযুক্ত,মাছের মত বা পচা গন্ধ হয় এবং যৌনাঙ্গ প্রচুর চুলকায়, ফুলে ওঠে ও প্রচুর জ্বালাপোড়া করে, শরীর দুর্বল হয়ে যায়।তাহলে অবশ্যই ডাক্তারের নিকটবর্তী হওয়া খুব জরুরী।
অতিরিক্ত সাদা স্রাবের কারণ
বিভিন্ন কারণে সাদা স্রাব হয়ে থাকে।তবে অতিরিক্ত সাদা স্রাবের কারণ গুলি হিসেবে ধরা হয় যেমন:
- শরীরের রক্তশূন্যতা দেখা দিলে
- অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করলে
- সময়মতো খাবার গ্রহণ না করলে
- অনেকক্ষণ খালি পেটে থাকলে
- পুষ্টিকর খাদ্যের অভাব হলে
- অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস হলে
- অধিক কৃমির সংক্রমণ হলে
- পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে
- বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতা হলে
- পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব
- অতিরিক্তি রাত জাগা
- নিম্নমানের খাদ্যাভাস
- যোনিপথে কোন আঘাত লাগা
- অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া
- অধিক পরিমাণ পরিশ্রম করলে
- জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া
- কপার টি এর ব্যবহার করা
- ডায়াবেটিস রোগ থাকলে
- অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ব্যবহার
- শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম হলে
- সার্ভিকাল ক্যানসার হলে
- যৌনপথ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হলে
- যৌনাঙ্গে কোন জেল,কেমিক্যাল বা সাবান ব্যবহার করলে
- গর্ভপাত করার সময় জরায়ু মুখে আঘাত লাগলে
- অস্ত্রোপচারের পরে পেলভিক সংক্রমণ
- পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ( পিআইডি)
- গনোরিয়া (এসটিডি),যৌনবাহিত সংক্রমণ
- গোপনাঙ্গ পরিষ্কার না রাখলে
- প্রসাবের পথের সংক্রমণ হলে
উপরোক্ত বিষয়গুলোকে অতিরিক্ত সাদা স্রাবের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
সাদা স্রাব রোগীদের খাদ্যাভ্যাস
কিছু খাদ্য আছে যেগুলো গ্রহণ করলে অতিরিক্ত সাদা স্রাবের কারণ হিসেবে বিবেচিত করা হয়। তাই সাদাস্রাব রোগীদের কিছু খাদ্য নিয়মমাফিক খেতে হবে। যেমন: ডিম, অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, সাদা আটার রুটি, সাদা আটার তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত করা খাবার, মিষ্টি, সাদা চিনি জাতীয় পণ্য, চা,কফি,অ্যালকোহল, অতিরিক্ত মসলাযুক্ত এবং ভাজাপোড়া খাবার পরিহার করা উচিত।
অতিরিক্ত সাদা স্রাব বন্ধ করার ঔষধ
এখানে যেসব সাদা স্রাব বন্ধ করার ঔষধের নাম বলা হয়েছে সেগুলো অবশ্যই সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।
এবার চলুন দেখে নিই মেয়েদের সাদা স্রাব বন্ধ করার বিভিন্ন ঔষধ।যেগুলো সাধারণত সাদা স্রাব চলাকালীন সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন।
আরো পড়ুনঃ কিডনি ভালো রাখার উপায় কি জেনে নিন
সাদা স্রাব মহিলাদের জন্য খুব অস্বস্তিকর ও বিব্রতকর শারীরিক অবস্থা।সাদাস্রাব বন্ধ করার উপায় খুঁজে না পেয়ে একসময় মেয়েরা ডাক্তারের পরামর্শ নেয়।
গবেষণায় দেখা গেছে নিম্নোক্ত ওষুধ গুলো ডাক্তাররা বেশি প্রেসক্রাইব করেন বা এই ওষুধগুলো বেশি কার্যকর যেমন:
- মেরোক্ল্যাভ ৫০০
- নাইট্রিক অ্যাসিড
- ফেন্টিজল ভিটি ৬০০
- লিউকোম্যাপ ক্যাপসুল
- ফ্লুগাল ১৫০
- ক্লিন্ডামাইসিন
- ফিউরোক্ল্যাভ ৫০০
- মেট্রোনিডাজল
- সিলভার মেটালিক ইউএম ৩০
অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় (কিছু সতর্কীকরণ)
- একটি স্বাস্থ্যকর খাদ্যাভাস অর্থাৎ টাটকা ফলমূল শাক সবজি ও প্রচুর পানি পান করতে হবে।
- বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত করা খাবার বর্জন করতে হবে। এছাড়াও চিনি কম খাওয়া উচিত।
- বাথরুমে যাওয়ার পরে ব্যাকটেরিয়া যাতে যোনিতে প্রবেশ করতে না পারে এবং সংক্রমণ আক্রমণ করতে না পারে সেজন্য সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে।
- যোনিপথ সব সময় পরিষ্কার রাখুন বিশেষ করে উষ্ণ পানি এবং হালকা সাবান দিয়ে বাইরের দিকে মৃদুভাবে ধুয়ে ফেলুন।
- পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে অর্থাৎ প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ঘুম অতি জরুরী।এছাড়াও প্রতিদিন ব্যায়াম করতে হবে। তাহলে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।
- যৌনাঙ্গের সুগন্ধযুক্ত সাবান এবং বেশি কেমিক্যাল ব্যবহার না করা।
- যৌন সঙ্গমের সময় রোগ প্রতিরোধের জন্য কনডম ব্যবহার করা উচিত।
- গর্ভনিরোধক কোন ডিভাইস ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
- পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন এবং ১০০% সুতির আন্ডার প্যান্ট পড়ুন। অতিরিক্ত টাইট পোশাক এড়িয়ে চলুন।
- জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া থেকে বিরত থাকা।
- যোনিতে সরাসরি সাবান দেওয়া থেকে বিরত থাকুন।
- ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।
- ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা।
অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় (প্রাকৃতিক ভাবে)
প্রাকৃতিক কিছু খাবার আছে যেগুলো সেবনের মাধ্যমে সাদা স্রাব নির্মূল করা সম্ভব। প্রাকৃতিকভাবে সাদা স্রাব নির্মূল করাটা অধিক লাভজনক। কারণ এসব খাবারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সাদা স্রাব থেকে মুক্তির জন্য কিছু খাবার তুলে ধরা হলো।
ধনিয়া বীজ
ধনিয়া বীজ যোনিপথে সংক্রমণ রোধের জন্য বেশ কার্যকর। দেখা যায় ধনিয়া বীজ যদি কুসুম গরম পানিতে ভিজিয়ে সারারাত রেখে দেওয়া যায়। খালি পেটে এই বীজ গুলি খাওয়া আপনাকে সাদা স্রাব উপসর্গ গুলো কমাতে সাহায্য করতে পারে।
মেথি বীজ
মেথিবীজ সাদা স্রাব বন্ধ করতে দারুন কার্যকরী। কারণ মেথিবীজ পেটের গ্যাস, অম্ল দূর করে পেটকে পরিষ্কার করে ও ঠান্ডা রাখে। মেথি বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে সে পানি সেবন করলে দেখা যায় সাদা স্রাব অনেকটা কমে যায়।
ঢেঁড়স
ঢেঁড়স সাদা স্রাব নিয়ন্ত্রণে দারুন কার্যকরী। দুর্গন্ধ যুক্ত সাদা স্রাবের জন্য ঢেঁড়স সিদ্ধ করে খেলে ভালো উপকার পাওয়া যায়।আরো পড়ুনঃপ্রস্রাবের ইনফেকশন রোধে ঘরোয়া চিকিৎসা
ডালিম
ডালিম শুধু সুস্বাদু ফলই নয় এর ঔষধি গুন রয়েছে অনেক। ডালিম ছোট বড় সবারই একটি প্রিয় খাবার। অতিরিক্ত সাদা স্রাব হলে যদি প্রতিদিন অন্তত একটি করে ডালিম খান তাহলে দেখা যাবে সাদা স্রাব কমে গেছে।এছাড়াও ডালিমের পাতাও অনেক উপকারী। ডালিমের পাতার রস খেলেও সাদা স্রাব থেকে মুক্তি পাওয়া যায়
তুলসী পাতা
অতি প্রাচীন কাল থেকেই তুলসী পাতা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তুলসী পাতা ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা এবং এটি প্রাকৃতিক এন্টিবায়োটিকের কাজ করে। প্রতিদিন যদি তুলসী পাতার রস দুই থেকে তিন টেবিল চামচ এর সাথে মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে দেখা যায় সাদা স্রাব পুরোপুরিভাবে প্রায় কমে গেছে।
ভাতের মাড়
সাদা স্রাব নিরাময়ে ভাতের মাড় বেশ ভালো কার্যকরী একটি উপাদান। আপনি ভাতের মার যদি নিয়মিত খান তাহলে দেখা যাবে সাদা স্রাব ভালো হয়ে গেছে। যাদের সবসময় সাদা স্রাব দেখা যায় তারা এই ভাতের মার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এটা অনেক কার্যকরী। একটি উপাদান।
পেয়ারা পাতা
পেয়ারা পাতা অতিরিক্ত সাদা স্রাব এবং যৌনিপথে চুলকানি সমস্যা সমাধানের একটি অন্যতম প্রাকৃতিক উপাদান। পেয়ারা পাতা শুধু সাদা স্রাব নয়, এটা বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করতে সক্ষম। আট দশটা পেয়ারা পাতা ভালো করে পরিষ্কার করে নিন এবং পাতা গুলো সিদ্ধ করে নিয়ে সেই পাতা ছেঁকে দিনে দুইবার সেই পানি পান করুন। দেখবেন সাদা স্রাব অনেকটা কমে গেছে।
আদা
সাদা স্রাব দূর করতে আদা অনেক কার্যকরী। কাঁচা কিংবা শুকনো যেকোন উপায়ে আধা খেতে পারেন। আদা কুচি করে কাচা ছোলা দিয়ে খেতে পারেন। এছাড়াও আদা চা খেলেও মিলবে অনেক উপকার। তবে মনে রাখা অতি জরুরি কারণ অধিক পরিমাণ আদা খাওয়া যাবেনা। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে।অতিরিক্ত আদা খেলে পেটে জ্বালাপোড়া,গ্যাস,অম্লত্ব হতে পারে।
আপেল সিডার ভিনেগার
অতিরিক্ত সাদা স্রাব নিরাময়ের জন্য আপেল সিডার ভিনেগার মূলত এন্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এই ভিনেগার যোনিপথের পি এইচ বজায় রাখতে সাহায্য করে এবং ভালো ব্যাকটেরিয়া জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
আমলকি
অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় হিসেবে ধরা যায় আমলকি। আমলকিতে বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে। বিশেষ করে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণ। আমলকি কাঁচা,গূড়া, জুস যেকোনো ভাবে খাওয়া যায়। অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তি পেতে হলে আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
পানের বোঁটা
অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তি পেতে হলে পানের বোঁটা খাওয়া জরুরি। ৮ থেকে ১০ টি পানের বোঁটা এক কাপ পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিন। এরপর এই পানি ছেকেনিন এবং প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। এভাবে ১৫ দিন পান করলে আপনার সাদা স্রাব নির্মূল হয়ে যাবে।
থানকুনি গাছের শেকড়
থানকুনি গাছের শেকড় সাদা স্রাব বন্ধের জন্য দারুন কার্যকরি। থানকুনি গাছের শেকড় গন্ধহীন মিষ্টি স্বাদ যুক্ত। এই শেকড় বিভিন্ন ভাবে খাওয়া যায়। তবে ভালোভাবে পরিষ্কার করে চিবিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। এই শেকড় দিনে যেকোনো সময় খেতে পারেন। সারাদিনে দুই থেকে তিনটি শেকড় খেলেই যথেষ্ট, খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই।
ডুমুর
ডুমুর সাদা স্রাবের জন্য অনেক উপকারী। ডুমুর বিভিন্নভাবে খাওয়া যায় যেমন রান্না করে,ভাজি করে, ভর্তা প্রভৃতি। ডুমুর বিভিন্ন ধরনের রোগ সারাতে সক্ষম। এর পুষ্টি উপাদান শুনলে যে কোন মানুষ বিস্মিত হয়ে যাবে। খালি পেটে সকালে ডুমুর ভেজানো পানি খান তাহলে অনেক উপকার পাবেন।
শেষ কথা
পরিশেষে বলতে পারি যে সাদা স্রাব অনেক সময় জরায়ু ক্যান্সারের কারণ হতে পারে। তাই সাদাস্রাব সাধারণ না অতি ভয়াবহ আপনার জন্য সেই দিকে অবশ্যই সচেতন হতে হবে। আজকের আর্টিকেলে অতিরিক্ত সাদা স্রাবের কারণ-অতিরিক্ত সাদা স্রাব থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।