ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী-ভাড়া
প্রিয় পাঠক আপনারা কি ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী-ভাড়া, ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে এবং ট্রেনের সাপ্তাহিক ছুটি,ট্রেনের বগির সুযোগ সুবিধা, ট্রেনের আসন সংখ্যা, ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের নাম সম্পর্কে জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের আর্টিকেলে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী-ভাড়া, ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে এবং ট্রেনের সার্বিক বিষয়ের তথ্য তুলে ধরা হয়েছে। তাই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান এবং পৃথিবীর সর্ববৃহৎ হলো কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে। কক্সবাজারে পর্যটকের সংখ্যা যাতে আরো বৃদ্ধি পায় এজন্য সরকার ঢাকা থেকে কক্সবাজার রেলপথের সংযোগ স্থল স্থাপন করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ১১ নভেম্বর ২০২৩ সালে দোহাজারী কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন, রেলে কক্সবাজার আসা যাবে এটা স্বপ্ন। কিন্তু এটা বর্তমানে বাস্তবে রূপ নিল।
কক্সবাজার পর্যন্ত রেললাইন সংযোগ হওয়ার বিষয়টি গৌরবের বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রেল সংযোগ একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। কক্সবাজার জেলা বাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে।২০২৩ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কক্সবাজার রেলপথে যাত্রীবাহী ট্রেন চলবে বলে আশা করা যায়।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী
রেলওয়ে কার্যালয়ের (২০২৩) প্রস্তাব অনুযায়ী দিনে ১টি ট্রেন এ রুটে চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই রুটে যাত্রীবাহী ট্রেন বাড়ানো হবে। এ পথে ১টি ট্রেন ঢাকা থেকে রাত ১০ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশন বিরতি নিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। আবার কক্সবাজার থেকে দুপুর ১ টায় যাত্রা করে রাত ৯ টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে। ফিরে আসার পথে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করবে।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া বাসের ভাড়ার তুলনায় অনেক কম।রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এ পথে নন এসি শোভন চেয়ার ৫১৫ টাকা, এসি সিট ৯৮৪ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রথম শ্রেণীর টিকিটের উপরে ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে। তাই এসি সিটের ১৫% ভ্যাটসহ ভাড়া ধরা হয়েছে ১১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনের ভাড়া ১৩৬৩ টাকা। এছাড়াও এসি বার্থে ভাড়া পড়বে ২০৩৬ টাকা।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সাপ্তাহিক ছুটি
রেল কর্তৃপক্ষ জানান ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব প্রায় ৫৫১ কিলোমিটার। এই দূরত্ব অধিক হওয়ার কারণে সাপ্তাহিক ছুটি অতি জরুরী। এ কারণে রেল কর্তৃপক্ষ প্রতি মঙ্গলবার এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন ধার্য করেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে
বর্তমান বাংলাদেশের মানুষ ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে। কেননা এই ট্রেনটি চালু হলে মানুষ খুব সহজেই স্বল্প টাকায়, ঝামেলা বিহীন এবং আরামদায়ক ভাবে কক্সবাজারে পৌঁছাতে পারবে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। রেল কর্তৃপক্ষ জানান আগামী ২০২৩ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।
ট্রেনের বগির বিভিন্ন সুযোগ সুবিধা
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এই ট্রেনে রয়েছে ২টি খাবার বগি অর্থাৎ যাত্রীদের খাবার ভোগান্তি এড়াতে এ ব্যবস্থাটি করা হয়েছে। এছাড়াও রয়েছে ১টি পাওয়ার কার। ৩টি এসি কেবিন ও ৫টি এসি চেয়ার রয়েছে,যার ফলে মানুষ খুব সহজে আরামদায়ক ভাবে যাত্রা করতে পারবে। এছাড়াও এই ট্রেনটিতে রয়েছে ৬ টি শোভন চেয়ার এবং ১টি নন-এসি ফাস্ট সিট বগি।
ট্রেনের আসন সংখ্যা
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের আসন সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। ঢাকা থেকে যাত্রার সময় ট্রেনটির যাত্রীদের আসন সংখ্যা রয়েছে ৭৯৭ টি। এছাড়াও কক্সবাজার থেকে ঢাকাতে ফিরে আসার সময় যাত্রীদের আসন সংখ্যা থাকছে ৭৩৭ টি।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের নাম
রেলওয়ে বিভাগ ঢাকা থেকে কক্সবাজার রুটে চালু হতে যাওয়া ট্রেনের জন্য ছয়টি ট্রেনের নাম প্রস্তাব করেছে। এগুলো হলো:
- প্রবাল এক্সপ্রেস
- হিমছড়ি এক্সপ্রেস
- কক্সবাজার এক্সপ্রেস
- ইনানী এক্সপ্রেস
- লাবনী এক্সপ্রেস
- সেন্টমার্টিন এক্সপ্রেস
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এগুলোর মধ্য থেকে নাম চূড়ান্ত করবেন। এছাড়াও ইতিমধ্যে স্টেশনে প্রাকৃতিক দুর্যোগের পরীক্ষাও শেষ হয়েছে।
শেষ কথা: ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী-ভাড়া
পরিশেষে আমরা বলতে পারি যে আজকের আর্টিকেলে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী-ভাড়া, ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে এবং ট্রেনের সাপ্তাহিক ছুটি, ট্রেনের বগির সুযোগ সুবিধা, ট্রেনের আসন সংখ্যা, ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের নাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।